খুলনার খালিশপুরে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকে খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলিতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। আহত চালক মোহাম্মদ জাহাঙ্গীরকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চার ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘণ্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১টার দিকে তারা খালিশপুর হাউজিং এলাকার নির্জন গলিতে ইজিবাইক থামাতে বলে। এরপর চালক জাহাঙ্গীরকে জাপ্টে ধরে রাস্তার পাশে শুইয়ে গলায় ছুরি চালায়। জাহাঙ্গীরের চিৎকার ও গোঙানিতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তিন দুর্বৃত্ত ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তবে মশিউর রহমান সাগর নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ওসি আরও জানায়, পলাতকরা ইজিবাইক ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আটক মশিউর খালিশপুর থানার আফজালের মোড় এলাকার রুস্তুম আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :