রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন আলতাফ শাহ (৫২) নামে এক কৃষক। পরদিন সকালে তাঁর জমিতে পাওয়া গেছে মগজসদৃশ একখণ্ড মাংস, আর কিছুটা দূরে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ আলতাফ শাহের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। পাশের সরকার পুকুর মাঠে তিনি চাষাবাদ করতেন। রোববার রাত ৯টার দিকে তিনি সেচ দিতে যান। একই রাতে তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলামও জমিতে সেচ দিতে গিয়েছিলেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একজন ব্যক্তি এসে তাঁদের থামান, এরপর চলে যান। পরে কী ঘটেছে, তা নিশ্চিত নয়।
সকালে আলতাফ শাহ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা মাঠে গিয়ে জমির এক পাশে মগজসদৃশ মাংসের খণ্ড দেখতে পান এবং পাশের রাস্তার ওপর রক্তের দাগ খুঁজে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশও সেখানে উপস্থিত হয়।
ওসি আতাউর রহমান বলেন, ‘‘মাংসখণ্ডটি দেখতে মগজের মতো মনে হলেও নিশ্চিত হতে পরীক্ষার জন্য পাঠানো হবে। আলতাফ শাহের খোঁজ চলছে এবং তাঁর চাচাতো ভাই শরিফুলকেও খোঁজা হচ্ছে।’’
পরিবারের ধারণা, আলতাফ শাহকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। তাঁরা মাঠে আহাজারি করছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এ রহস্য উদঘাটনে কাজ করছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :