AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিরাইয়ের রণভুমিতে রণ নায়ক শফিক উল্লাহ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০২:১৮ পিএম, ১১ মার্চ, ২০২৫
দিরাইয়ের  রণভুমিতে রণ নায়ক  শফিক উল্লাহ

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের দোসর  শফিক উল্লাহ  ও আশিক মিয়া‍‍`র লোকজনের তান্ডবে অতিষ্ট রণভুমি গ্রামের কয়েকটি নিরীহ পরিবার।  

শফিক উল্লাহ‍‍`র ভাই ভাতিজাদের আক্রমনে শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন একই গ্রামের আঙ্গুর মিয়া চৌধুরী ও তার পিতাসহ আরো অনেকেই।

শফিক উল্লাহ গ্রাম্য মাতবর হওয়াতে প্রতিনিয়ত রণভুমি গ্রামে রণক্ষেত্র লাগিয়ে রাখেন। তার কথার বাহিরে গেলে তিনি সাধারণ মানুষ প্রতি অমানবিক আচরণ করেন।  খোজ নিয়ে জানা যায়,  কয়েক বছর আগে গ্রামের প্রভাবশালী মনসুক ও আলিফ  উদ্দিনের সাথে  নিরিহ সিজিল চৌধুরী‍‍`র তুচ্ছ কথা কাটা-কাটি হলে গত এক মাস আগে রাতের আধারে নিভৃত নিরলে সিজিল চৌধুরী ও তার ছেলে লিকছন চৌধুরী উপর হামলা করেন শফিক বাহীনি ।  নিরীহ সিজিল ও লিকছনের সাথে থাকা নগদ  অর্থকড়ি হাতিয়ে নেন সন্ত্রাসী বাহিনী। 

এবিষয়ে লিকছন চৌধুরী জানান, গত ৯ মার্চ সকাল আমরা আমাদের বাড়ীর সামনের দিকে বের হলে মনসুক ও আলিফ  উদ্দিন সফিক উল্লাহ‍‍`র নেতৃত্বে আমাদের উপর ঝাপিয়ে পড়েন। পরে আমাদেকে অকথ্য ভাষা গালিগালাজ করে আমাদের বাড়ীতে এসে ঘর দরজা ভাংচুর করে লুট ও করেন। নিরীহ আঙ্গুর মিয়া চৌধুরীর মাতা জানান, আমরা নিরীহ মানুষ, আমাদের উপর প্রতিনিয়ত নির্যাতন করে আসছেন আশিক ও মনসুক। তারা শফিক উল্লাহর  হুকুমে আমাদের ঘর দরজা ভেঙ্গে টাকা পয়সা লুট করে নিয়েগেছেন। আমার নাতি বলেছে তারা আমাদের গরু ও নিয়েগেছে। আমরা অসহায় মানুষ কার কাছে যাব। আমরা পুরুষ শুন্যতায়   অসহায় হয়ে বসে আছি। আবার যদি আমাদের উপর হামলা হয়।  আমার থানা‍‍`য় মামলা করতেছি। এব্যাপারে শফিক উল্লাহর  মুঠোফোন এ একাধিক কল দিলে তিনি রিসিভ করেনি।

এব্যাপারে দিরাই থানা‍‍`র অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন,  এলাকায় পুলিশ মোতায়েন আছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!