ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুল হাসান মোল্লা বলেছেন, কোন কৃষিজমি কেটে জমি নষ্ট করা যাবে না, কোথাও এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করুন।
তিনি আরো বলেন, বাংলাদেশে কৃষি জমি আস্তে আস্তে বিলীন হতে চলেছে, কৃষিজমি বাড়াতে হবে কিন্তু নষ্ট করা যাবে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন দেশ, কৃষকদের কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য তিনি মঙ্গলবার দুপুরে ভাংগা থানায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি মাদকের বিষয়ে যত বড় শক্তিশালী লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, প্রয়োজনে স্পট নির্ধারণ করে জেলা প্রশাসককে জানানোর আহ্বান জানান।
তিনি অবৈধভাবে বালু উত্তোলন, সড়কের চাঁদাবাজি, অবৈধ দখলবাজি, ঈদ সামনে রেখে পরিবহনে অতিরিক্ত ভাড়া না নেওয়ার ও রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর নির্দেশ দেন। পরে তিনি ভাঙ্গা পৌরসভা ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান।
প্রথমে তাকে ভাংগা থানায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও ভাংগা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক। পরে তাকে একদল পুলিশ জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :