AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে বৃক্ষ নিধনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন


চট্টগ্রামে বৃক্ষ নিধনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে শত বছরের ও মাদার জাত পুরনো বৃক্ষ নিধনের প্রতিবাদে গতকাল সোমবার (১০ মার্চ) বিকাল তিনটায় নগরের ষোলশহর এলাকার বন গবেষণাগার মসজিদের সামনে এবং প্রকল্পের পাশে মানববন্ধন করেছে চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ, ছাত্র জনতা ও এলাকাবাসী।  

মানববন্ধনে বক্তারা বলেন,  উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শত বছরের পুরনো বৃক্ষ নিধন করে প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন এবং বন গবেষণাগার কর্তৃপক্ষ পরিবেশ ও প্রকৃতির চরম ক্ষতি করেছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ ও প্রকৃতির উপর আঘাত করা কখনো মেনে নেওয়া যায় না।  

তারা বলেন, বন গবেষণাগারের কতিপয় কর্মকর্তার যোগসাজশে বৃক্ষ নিধন করে পরিবেশ ও প্রকৃতিকে বিনষ্ট করে অন্যত্র জায়গা থাকার পরও উন্নয়ন প্রকল্পটি দুর্ণীতিবাজ কর্মকর্তারা তাদের খেয়ালমত কাজটি করতে চায়। 

বক্তরা আরও বলেন, বৃক্ষ নিধনের শাস্তি না হলে এবং উন্নয়ন প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।  মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ইয়ামিন কাফি, পিলখানা মহল্লা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, সমাজসেবী মোহাম্মদ খোকন, মানবাধিকার নেতা মোহাম্মদ সাজ্জাদ। 

এ মানববন্ধনে বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে তারা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচীর।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!