সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে কয়লা ও পাথরবাহী ট্রাক ও লরি গাড়িতে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ সোমবার রাতে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন দাতিয়াপাড়া গ্রামের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন মেম্বারের ছেলে হারুন মাহমুদের লালিত ক্যাডার বাহিনী ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সন্ত্রাসী হাসান এবং আলমের সহযোগিতায় তাহিরপুরের বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে কয়লা, পাথর সহ বিভিন্ন মালবাহী ট্রাক ও লরিগাড়ি মহিষখলা বাজারের ওপর দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাতায়াত করার সময় চাঁদাবাজি করে আসছে অভিযুক্তরা।
এর প্রতিবাদে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপির দলীয় নেতাকর্মীরা তাঁদের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারনে, ঐ অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হারুন, হাসান ও আলমের সন্ত্রাসী ক্যাডার বাহিনী প্রতিবাদী জনতার উপর অর্তকিত হামলা চালায়। এসময় ৩০/৪০ জন আহত হয়। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হযরত আলী, ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিষখলা বাজারের ব্যবসায়ী সাদ্দাম হোসেন, পল্লীচিকিৎসক মোস্তাকিম, শিক্ষার্থী মনোয়ার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :