কুড়িগ্রামে উলিপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য, দৈনিক ভোরের পাতা ও দৈনিক কুড়িগ্রাম খবর এর উলিপুর প্রতিনিধি আব্দুল মালেকের পিতা পনির উদ্দিন আর নেই।
সোমবার (১০ মার্চ) বিকেলে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি সন্যাসীর তলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় পৌরসভার পশ্চিম শিববাড়ি দক্ষিণ পাড়া এলাকায় নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে ওই এলাকার কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে সাংবাদিকগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :