নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া- আঠারোবাড়ি হাইওয়ে রাস্তার উপর ফিসারীতে পাহারাদারদের ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। পাশাপাশি হেলিম মিয়া(২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে ব্যাপকভাবে আহত করে মোবাইল, নগদ- টাকা পয়সা নিয়ে যায়।
ঘটনাটি গতকাল সোমবার (১০মার্চ) রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় উপজেলার মাসকা বাজার এবং সাহিতপুর বাজারের মধ্যবর্তী স্থানে (চেংজানা-আটিগ্রাম)"বিদ্যুতের সাব স্টেশন"সংলগ্ন মেইন রাস্তার উপর ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, কেন্দুয়া-আঠারোবাড়ি হাইওয়ে সাহিতপুর বাজার সংলগ্ন মো:সঞ্জু মিয়ার ফিসারীতে রাত্রি কালীন পাহাড়াদার মোঃ রাকিব মিয়া(১৭) এবং তারা মিয়াকে (২২) ফিসারির ঘরে এসে ৬-৭ জনের সংঙ্গবদ্ধ মুখোশ পরিহিত ডাকাত চক্র রাকিবকে ঘুম থেকে ডেকে তুলে হাত পা বেধে মোবাইল ফোনসহ টাকা পয়সা নিয়ে যায়।
পরবর্তীতে ডাকাতদল ফিসারি থেকে যাওয়ার সময় হাইওয়ে রাস্তার সামনে এসে তাৎক্ষণিক এক মোটরসাইকেল আরোহীকে দেখতে পেয়ে রাস্তার দুইপাশে মোটা রশি দিয়ে গতিরোধ করে। মোটরসাইকেল আরোহী হেলিম মিয়া (২৫) সাহিতপুর বাজার থেকে মাসকা বাজার হয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পরে মোটরসাইকেল আরোহীকে রাস্তা থেকে ধরে নিয়ে ফিসারী ঘরে নিয়ে হাতে পায়ে বেঁধে মাটিতে ফেলে রাখে এবং তার কাছ থেকে নগদ ২/৩ হাজার টাকা নিয়ে যায়।
হেলিম মিয়া হাত-পা বাধা অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে ডাকাত দলের সদস্যরা হেলিমকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে, গালে ও পিঠে উপর্যুপরি আঘাত করেন। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় মোঃ হেলিম মিয়াকে স্থানীয় লোকজনের সহযোগিতা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ভিকটিম হেলিম মিয়াকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হেলিমের অবস্থা আশংজকাজনক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মোটরসাইকেল আরোহী মোঃ হেলিম মিয়া উপজেলা মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের আব্দুল হাই এর ছেলে।
এরকম নেক্কারজনক ডাকাতির ঘটনায় কেন্দুয়াবাসীর জনমনে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতিসহ বিভিন্ন অপরাধ থেকে পরিত্রান পেতে কেন্দুয়া থানা পুলিশের বলিষ্ঠ ভূমিকা কামনা করেন স্থানীয় এলাকাবাসী।
এব্যাপারে কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এঘটনাটি পূর্বশুত্রুতা না ডাকাতি, তা তদন্ত পরিপ্রেক্ষিত বলা যাবে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :