রাজীবপুর উপজেলায় সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা করেছেন নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী। মঙ্গলবার (১১ মার্চ) দুপরের দিকে উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত ইউএনও অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম ও রাজীবপুর থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশের সাংবাদিক আতাউর রহমান, দৈনিক মানবকন্ঠের সহিজল ইসলাম, দৈনিক কালের কন্ঠের সোহেল রানা স্বপ্ন, দৈনিক খোলা কাগজের সুজন মাহমুদ, দৈনিক দেশ প্রতিদিনের জিয়াউর রহমান, দৈনিক ভোরের কাগজের নুরুল আমিন, রাজধানী টিভির তারিকুল ইসলাম তারা, দৈনিক সংগ্রামের সাব্বির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহির আল আমিন হোসেন, দেশ প্রান্তরের আকন্দ মোহাম্মদ আল আমিন, সাংবাদিক শহিদুল্লাহ ফরাজী, আব্দুল আলীম।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :