মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য ও একাধিক মামলার আসামিদেরকে আটক করে, পুলিশে দিল জনতা।
মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের দুলাল শিকদারের ছেলে সামচু শিকাদার (৩০), একই গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রশিদুল মাতুব্বর (২৪), মদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের কামাল শেখের ছেলে জুয়েল শেখ (২৬)।
স্থানীয়রা জানায়, উপজেলার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ অটোরিকশকা চোর চক্রের ৩ সদস্য গভীর রাতে চুরির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের তাড়া করে। এসময় তারা ডাসার সিমান্তবর্তী এলাকায় ঢুকে বরিশালের মাগুরা নতুন বাজারে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করেন গ্রামবাসী।পরে পুলিশের কাছে সোপর্দ করে।জানাগেছে,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশা চুরি করে আসছে।গ্রেফতারকৃত চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :