AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে জমি জমা সংক্রান্তের জেরে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৬:৫৬ পিএম, ১১ মার্চ, ২০২৫
নিয়ামতপুরে জমি জমা সংক্রান্তের জেরে পিটিয়ে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কফিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে হাসপাতালে মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি কফিজ উদ্দিনের উপর চুরিকাঘাত করে। তার চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসলে ভিকটিমরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!