দেশে প্লাস্টিক দূষণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে। ফেলে দেওয়া বা ব্যবহার করা প্লাস্টিক থেকে বেশ ভালো মাত্রায় দূষণ ছড়ায় বলে মন্তব্য করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ করে সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষার বিষয়ে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়ুথ ফর মোরেলগঞ্জ ফোরামের আয়োজনে সংগঠনের আহ্বায়ক কলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, প্লাস্টিক সাধারণত মাটির সঙ্গে মেশে না। প্লাস্টিকে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ক্যান্সার, কিডনির জটিলতা, উচ্চরক্তচাপসহ নানা ধরনের ব্যাধির অন্যতম কারণ এই প্লাস্টিক। পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগের পরিবর্তে জৈব পচনশীল পলিথিন ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার ওপর তাগিদ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন - উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম ইখতিয়ার উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি এইচ. এম মইনুল ইসলাম।
বিষয়ভিত্তিক আলোচনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, আতাবুর রহমান টিপু ও ইয়ুথ ফোরাম সদস্য মাশরাফি মজিদ আকিব।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন - ঈমাম মো. আবুল হাসান, সাবেক সেনা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থিয়েটার কর্মী জহির বাচ্চু, ইয়ুথ ফোরাম সদস্য কেয়া আক্তার, সবুজ ফরাজী ও আমেনা ইতি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :