শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংধনু মডেল স্কুল অ্যান্ড কোচিং থেকে ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজে সুমাইয়া বিনতে দীন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে মো. আজিজুল হক আবির এবং রাজশাহী ক্যাডেট কলেজে মীর আরহাম ইয়ামিন চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ায় স্কুলটির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুরে অবস্থিত রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. বাহারুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :