খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে নির্মাণাধীন একটি দশতলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ কালু (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত ঘটনাটি নিশ্চিত করে জানান, কালু কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুস সামাদ।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়েছেন এবং প্রো-ভিসিকে বিষয়টি জানানো হয়েছে। খানজাহান আলী থানার ডিউটি অফিসার এসআই গোবিন্দ বলেন, অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পর শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :