প্রতি বছরের মত এবারও "ঈদুল ফিতর" উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন।
বুধবার (১২ মার্চ) উপজেলার লতিফপুরের নিজ বাড়িতে গিয়ে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের ভিড়।পার্শ্ববর্তী এলাকার বাদশা মিয়া জানান, প্রতিবছরের মত এবারও যুবদলের পক্ষ থেকে সদস্য সচিব আমজাদ হোসেন আমাদের ডেকে এনে ঈদ উপহার প্রদান করেছেন এই উপহার পেয়ে আমরা ভীষণ খুশি।
ঈদ উপহার হিসেবে শাড়ি পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান "আমজাদ নেতা সব সময় ঈদ আসলে আমাদের ডেকে এনে শাড়িসহ বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেন এতে আমরা অনেক খুশি"এক প্রশ্নের জবাবে আমজাদ হোসেন জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ও আমার এবং আমাদের দলের পক্ষ থেকে থেকে এলাকাবাসী ও সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষদেরকে সামান্য ঈদ উপহার দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এবার যুবদলের বিভিন্ন নেতাকর্মীর সহযোগিতায় ঈদ উপহার সামগ্রীর পরিধি আরো বাড়ানো হবে। শহীদ জিয়ার একজন আদর্শের কর্মী হিসেবে জনগণের পাশে থেকে সেবা করা; তাদের সুখে দুখে পাশে থাকা নৈতিক দায়িত্ব বলে মনে করি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :