ভোলার চরফ্যাশনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। গত সোমবার (০৩ মার্চ) থেকে আজ বুধবার (১৩ মার্চ) পর্যত গত ১০ দিনে চরফ্যাশন উপজেলার ১৪ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার করা ও লাইসেন্স না থাকা এবং কৃষি জমিতে ইটভাটা স্থাপনের অপরাধে ১০ টি ইট ভাটায় চৌদ্দ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
এসময় ক্রাউন ব্রিকস, আবদুল্যাহ ব্রিকস, ইফাত ব্রিকস, তেতুলিয়া ব্রিকস, ফাহিম ব্রিকস, রিফাত ব্রিকস, শানিমা ব্রিকস, মাইসা-২ ব্রিকস, ইনাম ব্রিকস ও ঢাকা ব্রিকসকে অর্থদন্ড আদায়ের পাশাপাশি ড্রাম চিমনি ধ্বংস করা হয় এবং অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং অবৈধভাবে পরিচালিত ভাটাগুলোর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।
এ বিষয়ে চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, “মহামান্য সুপ্রীম কোর্টের নির্দেশনা মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা সমুহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন মেনে ও লাইসেন্স গ্রহন করে ইটভাটা পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন”।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :