জনতা না ক্ষমতা জনতা, জনতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলায় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় দিরাই গণ মিলনায়তন হল রুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
দিরাই নাগরিক পার্টির আহবায়ক ওবায়দুল্লাহ তাহমিদের সঞ্চালনায় প্রধান অতিথি`র বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক অনিক রায় বলেন, আমরা বৈষম্যহীন সরকার চাই না । আমাদের আন্দোলন ছিলো বৈষম্যের বিরুদ্ধে। যদি আমাদের মাঝে বৈষম্যহীনতা দূরই না হয় তাহলে আমাদের আন্দোলন বৃথা যাবে। ২৪" বিনির্মাণে সমগ্র দেশের নায় আমাদের দিরাই শাল্লা`র অবকাঠামো উন্নয়নে আমাদের নাগরিক পার্টির অগ্রণী ভুমিকা থাকবে। আমাদের দিরাই শাল্লা`র মানুষজন কি সরকারকে খর পরিশোধ করেনি, যে নিজের এলাকা থাকতে অন্যে জায়গায় কেন আমাদের সেবা গ্রহনে জন্য দৌড়াতে হয়। সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। সমগ্র দেশ সহ দিরাই শাল্লা`র উন্নয়নে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই, । তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে আমারা রুখে দাড়াই। আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হুসাইন সহ আরো অনেকেই। উক্ত ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :