AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজী করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান: বিএনপি নেতা শিপন


দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজী করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান: বিএনপি নেতা শিপন

দলের নাম ব্যবহার করে কেউ দুর্নীতিতে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপি নেতা শিপন। তিনি স্পষ্টভাবে বলেন, যারা দলের নাম ভাঙিয়ে অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকেলে মোরেলগঞ্জের ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক ইফতার ও দোয়া সভায় তিনি এসব কথা বলেন। পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি নেতা শিপন আরও বলেন, "আমার নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করবে, তারা পেছনে তাকিয়ে দেখবে আমি নেই, পুলিশ দাঁড়িয়ে আছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুল হালিম খোকন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক: সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, ফকির রাসেল আল ইসলাম, আসাদুজ্জামান মিলন।পৌর শ্রমিকদল সভাপতি: মাসুদ খান চুন্নু।নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা: মতিউর রহমান বাচ্চু।অন্যান্য নেতৃবৃন্দ: মসিউর রহমান শফিক, কবির হাওলাদার, আব্দুল্লাহ আল মারুফ, মো. আব্বাস উদ্দিন, মাইনুল হাসান মহিদ প্রমুখ।

বিএনপি নেতা শিপন দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তবে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।" তিনি আরও বলেন, "দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। "ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ইয়াতিম ছাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!