AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু, নি:স্ব পরিবারকে অর্থ সহায়তা দিল বিএনপি


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
০৯:১২ পিএম, ১২ মার্চ, ২০২৫
বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু, নি:স্ব পরিবারকে অর্থ সহায়তা দিল বিএনপি

নরসিংদীর করিমপুরের রসুলপুরে বসতঘরে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যুর ঘটনায় নিঃস্ব পরিবারকে দেড় লাখ টাকা সহায়তা দিল বিএনপি। বুধবার (১২ মার্চ) বিকালে গৃহকর্তা পেশায় জেলে মনির হোসেনের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল ও সদস্য সচিব মনিরল ইসলাম মনির।  

জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকনের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করেন। এসময় নি:স্ব জেলে মনির হোসেন সাথে ফোনে কথা বলেন খায়রল কবির খোকন। তিনি ঘর নির্মাণ করতে সার্বিক সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

এসময় করিমপুর ইউনিযন যুবদলের আহ্বাযক বাবু সরকার, সদস্য সচিব জুবাযরে খন্দকার, ছাত্রনেতা ইবনে আদেল শশী ও স্থানীয় কাইযুম শাজাহান, জামান মিয়া, মোসলেহ উদ্দিন মুসা, বিল্লাল হোসেন, এম এ কাইযুম মাস্টারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরল ইসলাম মনির বলেন, আমাদের নেতা খায়রল কবির খোকনের নির্দেশে করিমপুর ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। পরিবারটিকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় আমাদের সে চেষ্টা থাকবে। সহযোগিতার হাত নিয়ে আমরা তাদের পাশে থাকব।

উল্লেখ্য, গত ৭ মার্চ শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রসুলপুর ঈদগাঁপাডায় জেলে মনির হোসেনের বসত ঘরে আগুন লাগে। এসময় আগুনে পুড়ে ঘরে থাকা সুরাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিকারে সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!