কিশোরগঞ্জের ভৈরবে কাভার্টভ্যান চাপায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার সময়ে নিহত যুবক খালি গায়ে লুঙ্গি পরা ছিলো।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ )ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সুত্রে জানা যায়, ভোর রাতে ভৈরব - কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক সড়ক পার হওয়ার সময়ে হঠাৎ করে কিশোরগঞ্জগামী একটি কাভারভ্যান চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় পথচারী যুবক। পরে প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে দৌড়ে এসে কাভার্টভ্যানসহ চালককে আটক করে। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় চালককে আটকসহ কাভারভ্যানটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহাবুর রহমান জানান, সড়ক পারাপারের সময় কাভার্টভ্যান চাপায় একপথচারী যুবক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। পিবি আইকে খবর দেয়া হয়েছে তারা এসে ফিঙ্গারের মাধ্যমে লাশের পরিচয় শনশনাক্ত করবে । এ ঘটনায় কাভার্টভ্যান চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :