নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন মাঠে ১০নং নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় ও সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম সরদার, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।
এসময় অনলাইনে যুক্ত হয়ে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ডি.এম আব্দুল মালেক ও এনামুল হক মাস্টার প্রমূখ।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম এবং জেলা ছাত্রদলেরসহ অর্থ সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :