AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন


হরিরামপুরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, নারী নির্যাতনসহ সকল বেআইনি প্রন্থা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) উপজেলার ঝিটকা এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঝিটকা খাজা রহমত আলী কলেজ থেকে শুরু হয়ে আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঝিটকা গার্লস স্কুল মোড়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ নানা স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণ, নিপীড়নসহ বিভিন্ন সময় সহিংসতার শিকার হলেও বিচার পাচ্ছে না অধিকাংশ ভুক্তভোগী। তাই ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। বিশেষ করে দেশব্যাপী চলমান সকল ধর্ষণের ঘটনা দ্রুত বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি আমরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!