১৯৭১ সালে ২৫ শে মার্চ কাল দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় জাতীয় ও মেলা পর্যায়ে নির্দেশনার আলোকে পবিত্র মাহে রমজানের বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা চিত্রাংকন কবিতা আবৃত্তি, স্মৃতিস্তম্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি সহ তোর ধোনির কর্মসূচি নেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন- থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল সোবাহান, গন অধিকারের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মীরা অংশ নেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :