AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ভিটামিন ‍‍`এ‍‍` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা


শেরপুরে ভিটামিন ‍‍`এ‍‍` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ৷ ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এর  সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।


শেরপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ২ লাখ ৩৯ হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‍‍`এ‍‍`ক্যাপসুল খাওয়ানো হবে।


৫ উপজেলার ১ হাজার ৩৪৯টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৫ শতক ১৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের সদস্য।


৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন‍‍`এ‍‍` ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, তবে শিশুটি সুস্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এটি খাওয়ানো যাবে। একই শিশু একাধিকবার যাতে এই ক্যাপসুল গ্রহণ করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে ৷


সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আহসান হাবিব হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনসহ জেলায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ৷

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!