জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর পরিকল্পনার বিরুদ্ধে নওগাঁর নিয়ামতপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ, ডাটা এন্ট্রি অপারেটর এমরান আনসারী, স্কানিং অপারেটর তৌফিকুল ইসলাম, টেকনিক্যাল এক্সপার্ট রাকিব হাসান, নিরাপত্তা প্রহরী জুয়েল রানা প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। এনআইডি ধ্বংস হোক, তা আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয়। ইসিতে এখন দক্ষ জনবল তৈরি হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :