AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে শিশু নির্যাতন ও ধর্ষনের ঘটনায় শিক্ষার্থীদের মাবববন্ধন


Ekushey Sangbad
ভৈরব উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৪:১৫ পিএম, ১৩ মার্চ, ২০২৫
ভৈরবে শিশু নির্যাতন ও ধর্ষনের ঘটনায় শিক্ষার্থীদের মাবববন্ধন

সারাদেশে ঘটে যাওয়া শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টায় ঢাকা- সিলেট মহাসড়কে দুর্জয় মোড় এলাকায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করেন ভৈবব উদয়ন স্কুল।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব মতিউর রহমান সাগর, মানিক চৌধুরী, শিক্ষিকা শামিমা শারমিন, মিশু আক্তার ও অভিভাবকবৃন্দরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ এর লালসার শিকার হয় শিশুটি। ওইদিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান।

ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!