AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের ২ ঘন্টা কর্ম বিরতি


ভাঙ্গায় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের ২ ঘন্টা কর্ম বিরতি

 জাতীয় পরিচয়পত্র রক্ষা করুন-ভোটার তালিকা রক্ষা করুন - গণতন্ত্র নিশ্চিত করুন। এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস ভবনের সামনে তারা বেলা১১ টা থেকে একটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন। 


এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন বলেন, আমরা সারাদেশের ন্যায় ভাঙ্গাতেও  জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে আমাদের এই কর্ম বিরতি পালন করছি।


তিনি আরো বলেন,২০০৭,৮ সালে ছবিসহ ভোটার তালিকা করেছেন নির্বাচন কমিশন, সেই ছবিসহ স্বচ্ছ ভোটার তালিকার আলোকে ২০০৮ সালে অবাধক নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তখন জনগণের সেবা আরো সহজ করতে ২০১০ সালে জাতীয় সংসদে আইন করে এই নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় পরিচয় পত্র তৈরি করতে, সেই থেকে অদ্যবধি পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের দেখভাল ও সহজভাবে ব্যবহার উপযোগী করার দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন। এই কাজের জন্য পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। 

নির্বাচন কমিশনের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে প্রায় ১৩ কোটি ভোটারের সকল তথ্য সংরক্ষিত রয়েছে। এখান থেকে প্রায় ১৬৭ টি প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা বিভিন্ন ডিপার্টমেন্ট রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলো তারা কিন্তু আমাদের সার্ভার ব্যবহার করে  একজন নাগরিকের সকল তথ্য সংগ্রহ করতে পারে। এই তথ্য ভোটার তালিকা যদি নির্বাচন অফিসে থাকে আর জাতীয় পরিচয় পত্রের তথ্য যদি অন্য সংস্থার নিকট হস্তান্তর করা হয় তাহলে উভয় সংস্থা প্রশ্নের সম্মুখীন পড়ার সম্ভাবনা রয়েছে, তথ্য হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র একে অপরের সঙ্গে জড়িত। তখন আমাদেরও প্রশ্নের সম্মুখীন হতে পারে জনগণেরও হয়রানির শিকার হতে পারে। এ কারণেই আমরা চাচ্ছি ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র একে অপরের পরিপূরক, ভোটার তালিকা  থেকেই জাতীয় পরিচয় পত্রের আবিষ্কার হয়েছে,  সেই আলোকে আমরা মনে করি এবং আমাদের দাবি  জাতীয় পরিচয় পত্র  ও ভোটার তালিকা  নির্বাচন কমিশনের নিকটই থাকবে এই দাবিতেই আমাদের কর্মবিরতি পালিত হচ্ছে। 


এ সময় ভাঙ্গা উপজেলার নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এই কর্ম বিরতিতে অংশ নেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!