AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, আটক-১


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:২৫ পিএম, ১৩ মার্চ, ২০২৫
কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, আটক-১

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছে (তুলি) ছদ্দ নামের এক নারী।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার তরুনী রোমানিয়া প্রবাসী কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের পূত্র ফরিদ পালোয়ানের সাথে ২০২১ সাল থেকে ফেইসবুকের মাধ্যমে পরিচয়। পরচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। গত জানুয়ারী মাসের ২৬ তারিখে ফরিদ দেশে ছুটিতে আসে। বিয়ে করার কথা বলে গত ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখে ধর্ষকের গ্রামের বাড়ি উপজেলার হরিদেবপুরে নিয়ে আসে। বিয়ের প্রতিশ্রুতির কথা বলে তুলির সাথে অনৈতিক কাজ করা প্রস্তাব দিলে তুলি অস্বিকার করে। ঐ রাতে বাড়িতে একা পেয়ে তুলির সাথে অশ্লিল আচরন শুরু করে এবং এক পর্যায়ে জোরপূর্বক তুলিকে ধর্ষণ করে ফরিদ।

পূনরায় আবার বিয়ে করবে বলে চলতি মাসের ৯ তারিখে তুলিকে ঢাকায় আসতে বলে। ধর্ষকের বন্ধুদের সহায়তায় ঢাকার মালিবাগের বাড়া বাসায় পূনরায় জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ে না করে ঔষধ আনার কথা বলে পালিয়ে যায় ধর্ষক ফরিদ।

এঘটনায় ধর্ষণের স্বীকার তরুনী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাত জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং (৯) ১২/০৩/২৫।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে শারিরিক স্বাস্থ্য পরিক্ষার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!