ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তৃতা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানী মৃধা। তারা মাগুরার আসিয়া ধর্ষণসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তোলেন।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব অপরাধ বাড়ছে। তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন। তারা যৌন সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ ও বিচার ব্যবস্থার আরও কার্যকরী ভূমিকা রাখার দাবি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :