পটুয়াখালীর একটি ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. খলিলুর রহমান ওরফে খলিল প্যাদাকে (৪৫) ২২ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে দশটার দিকে ঢাকার মিরপুর থানাধীন রোড নং-১, এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর-১, বিসমিল্লাহ জেনারেল স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খলিল পটুয়াখালী সদর থানার তাফালবাড়িয়া এলাকার মো. বেল্লাল প্যাদার ছেলে।
সূত্র জানায়, আসামী বেল্লাল ৩৯৭ ধারায় ডাকাতি প্রমানিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ২হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
আসামি বেল্লাল ২০০৩ সালের ডাকাতি মামলায় অভিযুক্ত এবং ২০০৮ সালে ৭ বছরের সাজায় দন্ডপ্রাপ্ত হয়। ২০০৩ থেকে ২২বছর তিনি পলাতক ছিলেন। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থাকতেন। সর্বশেষ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে একটি মুদির দোকানি হিসেবে ছিলেন।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ডাকাত খলিলের অবস্থান ঢাকার মিরপুরে সনাক্ত করলে র্যাব-১ এর সহায়তায় মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিলকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :