আড়াইহাজারে সাংবাদিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর অস্থায়ী কার্যালয় আড়াইহাজার টাইমস নিউজ এন্ড মিডিয়া সেন্টারে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটিতে সভাপতি করা হয় দৈনিক দিনকালের আড়াইহাজার প্রতিনিধি ও মাটির মায়া টেলিভিশনের চেয়ারম্যন মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক হয়েছে ভয়েজ লাইভ ঢাকার আড়াইহাজার প্রতিনিধি খোরসেদ আলম, এছাড়া দৈনিক নিউ নেশনের আড়াইহাজার প্রতিনিধী মো: ইসমাইল হোসেন ভূঁইয়াকে সিনিয়র সহ সভাপতি, আড়াইহাজার টাইমস.কমের নিউজ এডিটর মো: নজরুল ইসলামকে সহ সভাপতি, দৈনিক গনতদন্তের আড়াইহাজার প্রতিনিধি শাহেদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি মো: ইসমাইল হোসেন ভূঁইয়া।
দৈনিক নব অভিযানের মাধবদী প্রতিনিধি রেজাউল হক কাউসার সহ সভাপতি, মাটির মায়া টিভির প্রতিনিধি আবু নাইম তারেক যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম সংবাদের আ: রহমান নাসির সহ সাংগঠনিক সম্পাদক, লিগ্যাল এডভাইজার.কমের এডভোকেট কামরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক টাইমস নিউজের শামীম হাসানকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক রূপবানীর আপেল মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, চেনেল আড়াইহাজারের মুবিন ভূইয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক, এনএএন টেলিভিশনের হাবীবুল্লাহ মীরকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সামাজিক টিভির শাহজাহান স্বপন সমাজ কল্যান সম্পাদক, আমার কন্ঠের সুফিয়া বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা, আড়াইহাজার টাইমস এক সুচক চৌধুরীকে দপ্তর সম্পাদক, নুর আফসার কে কোষাদক্ষ, দৈনিক এশিয়া বানীর আল আমিন, দৈনিক নতুন বাজারের আলী হোসেন ও সোহেল মিয়াকে কার্যকরী সদস্য ঘোষনা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :