গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের যৌথ সাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তোফাজ্জল হোসেন মুফার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমান পাওয়ায় তাকে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরোও উল্লেখ করা হয়, তোফাজ্জল হোসেন মুফাকে দলের সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং নেতা কর্মীদের তার সাথে সকল প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এ বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন মুঠোফোন প্রতিবেদককে বলেন, "ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়"। কোন প্রকার অন্যায়কে ছাড় দেয়া হবে না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :