অনৈতিক উপায়ে সিএনজি চালিত যানবহন গুলোর নিকট থেকে চাঁদা নেওয়ার বিষয়ে এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের মালিক অস্ত্র মামলার আসামি লুৎফর রহমান দিলু, ম্যানেজার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে সরাসরি জেলা প্রশাসক, জেলা পুলিশসহ ১৩টি দপ্তরের লিখিত অভিযোগ দিয়েছে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা একটি স্বাক্ষরিত চিঠি এসে পৌঁছান এই প্রতিবেদকের নিকট।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়া, অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা নেওয়া এছাড়াও গ্যাসে চাপ দিয়ে চাঁদা নেওয়ার বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর অনুরোধ করেন।
এর আগে এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনে না না অনিয়মের বিষয়ে অভিযোগ এনে অবরুদ্ধ করে রাখেন সিএনজি চালিত শ্রমিকরা। পরে জেলা প্রশাসন ও সিএনজি চালিত মালিক সমিতির নেতাদের আশ্বাসে ৭ দিনের সময় দিয়ে সেদিনের মত আন্দোলন বন্ধ রাখেন শ্রমিকরা।
এদিকে ৭দিন সময় বেঁধে দেওয়ার সময় অতিক্রম করলেও এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আগের অনিয়মে চলছে কার্যক্রম।
সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের কারচুপি এখনও পর্যন্ত শেষ হয়নি, আমি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি খুব দ্রুত সমস্যার সমাধান না হলে মানববন্ধন সহ কঠোর আন্দোলন করব।
এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, আমরা সবকিছু ম্যানেজ করেই এভাবেই চলি আমাদের বিরুদ্ধে লিখে কেউ কিছুই করতে পারবেনা। আমাদের বিষয়ে যত অভিযোগ তা জেলা প্রশাসককে জানানো হয়েছে তিনি নিজেই এটি সমাধান করবেন। এছাড়াও আমার বিষয়ে যে সরাসরি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সে বিষয়ে আমি অবগত নই।
যদিও ম্যানেজার রফিকুল ইসলামের চাঁদা নেওয়ার বিষয়ে স্বীকার করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি পরে হোয়াটসঅ্যাপে একটি চিরকুট বার্তা দিলেও তিনি তার উত্তর দেননি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :