বাঁশখালীতে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর।চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস,পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মোঃ আব্দুর রশিদ ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।পুলিশ ও আনসার এবং ফায়ার সার্ভিস সদস্যদের বিশেষ টিম নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে উপস্থিত ছিলেন।
গুড়িয়ে দেওয়া অবৈধ তিন ইটভাটা গুলো হল, বাঁশখালীর ইলশা গ্রামের মেসার্স এমবিএম-০১ ইটভাটা।একই গ্রামের মেসার্স এমবিএম-০২ ইটভাটা ও মেসার্স খাজা আজমির ইটভাটা । ইটভাটা গুলোর চিমনী ও কিলন ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, অভিযানে উল্লেখিত ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :