কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ আরও একটি পৃথক মামলার প্রেক্ষিতে নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :