খুলনা নগরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ (৪৮) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহীন লবণচরা থানার বুখারিয়াপাড়ার মোসলেম শেখের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, বিকেল পৌনে ৪ টার দিকে ধানসিড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হলে খুলনার দিকে আসছিল। খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। এ সময় বাসের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কে নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :