মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্করের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসরা মহিউদ্দিন মো. বাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা, ইপিআই টেকনলজিস রফিকুল ইসলাম, লৌহজং থানা পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, ইসলামি ফাউন্ডেশনের মালিরঅংক জামে মসজিদের ইমাম আঃ মোতালের প্রমুখ৷
স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর বলেন, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৫১২ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১৮ হাজার ৪৭৩ জন শিশুকে। মোট ২১ হাজার ৯৮৫ জন শিশুকে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মোট ২২৫ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে৷ তিনি আরও বলেন যেসব শিশু অসুস্থ শিশুদের টিকা খাওয়ানো দরকার নেই, যাদের এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :