মুন্সীগঞ্জ প্রতিনিধি- "সেভ এনআইডি- প্রটেক্ট ভোটার লিস্ট" এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ)সকাল ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা।
মানববন্ধন, কর্ম বিরতি ও প্রতিবাদ কর্মসূচীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল সহ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দরা বক্তব্য রাখেন৷
মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র নিরাপদ বলে আমরা মনে করছি। তাই আমরা আমাদের কমিশনের অধীনে রাখতেই কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচী পালন করছি। আমাদের দাবি না মানলে আগামীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন আরও কর্মসূচী পালন করব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :