AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে মণিপুরী ললিতকলায় ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন


কমলগঞ্জে মণিপুরী ললিতকলায় ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব)  প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা‍‍`র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের শিল্পী এম এম রহমান, হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।

প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি, মণিপুরী নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতি পরিবেশন করা হয়।

 


একুশে সংবাদ// এ.জে

Link copied!