AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১


ফরিদপুরের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় পথচারী জালাল মিয়া (৬৭) নামের আরেক ব্যক্তি। জালাল মিয়াকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতকটি ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। 

নিহত ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের মৃক হানিফ মল্লিকের ছেলে।

থানা সূত্রে জানা যায় শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে আলু বোঝাই করা ( ঢাকা মেট্রো-ট ১৮-০২৪৯) বোয়ালমারী উদ্দেশ্যে আসা ট্রাক মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদী বাসস্ট্যান্ডে পৌঁছায় বাকিয়ার মল্লিককে চাপা দেয়। এ সময় বাকিয়ার মল্লিক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় পথচারী জালাল মিয়া। চালক ট্রাকটি দ্রুত চালিয়ে বোয়ালমারী বাজারে আলুর আড়োতে ট্রাকটি থামিয়ে পালিয়ে যাই। পুলিশ খবর পেয়ে আলুর আড়োত থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাই।

এসআই আব্দুর রশিদ বলেন, মাঝকান্দী এলাকায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপর আলু বোঝাই করা একটি ট্রাক একজনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকটিকে বোয়ালমারী বাজারের আলুর আড়ত থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক আগেই পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 অন্য দিকে,ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় শুক্রবার (১৪ মার্চ) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দুই ট্রাকের সংঘর্ষে মো. আলি হোসেন (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-১১৭১) মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এসময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ভুট্টোবোঝাই ট্রাকের হেলপার আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে।

মধুখালী  থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!