সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তারা সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই-বোন।
শুক্রবার দুপুরে উপজেলার নগড়ডালা গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয়েছে।ভুক্তভোগী শিশুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুর মা বলেন, “দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। সোমবার ১১ বছর বয়সি ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি।
“অন্য মাধ্যমে জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার চাই।”
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেন, বিষয়টি শোনার পর অভিযুক্ত ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে জিজ্ঞেসাবাদ চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :