খুলনার সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় হরিণ শিকার করে ২৮ কেজি মাংসসহ এক শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৪ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭), খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকা থেকে ইয়াসিন গাজিকে ২৮ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের এই সক্রিয় ভূমিকা স্থানীয় পরিবেশপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত, যা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা চলছে। কোস্ট গার্ডের এই অভিযান সেই প্রচেষ্টারই অংশ।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। পরিবেশবাদীরা আশা করছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার হবে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :