AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৎস্যজীবী দলের ইফতারে যুবদলের হামলার অভিযোগ, ইফতারসহ মালামাল লুট


মৎস্যজীবী দলের ইফতারে যুবদলের হামলার অভিযোগ, ইফতারসহ মালামাল লুট

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।এ সময় ভাংচুর ও ইফতার সামগ্রীসহ মালামাল লুট করে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলামসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সরারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া অভিযোগ করে বলেন, গতকাল বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর বাজার দুধমহলের মহিলা মার্কেট সংলগ্ন খালি জায়গায় ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন মৎস্যজীবী দল। ইফতার মাহফিলের প্রস্তুতি সময় সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ২৩০টি প্লাষ্টিকের চেয়ার, ১১টি মটর সাইকেল ভাংচুরসহ ইফতারি সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম সহ অন্তত ১০ জনকে মারপিট করে আহত করে। এছাড়াও ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়,যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম বাজিতপুর উপজেলার ভাগলপুল জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তখন অন্য একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। এর বিষয়ে আমি কিছু জানি না।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনও এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!