শেরপুরের নকলায় উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকেলে স্থানীয় নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি`র যুগ্ম আহবায়ক ছায়েদুল হক লাঞ্জু, পৌর বিএনপি`র সদস্য সচিব আনোয়ার হোসেন, শহর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :