AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামলার মামলায় কুড়িগ্রামের দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
১১:৪২ এএম, ১৫ মার্চ, ২০২৫
হামলার মামলায় কুড়িগ্রামের দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আটক

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের মামলায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী নেতা সাইফুল ইসলাম সাঈদকে(৫১) গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৪ মার্চ) বিকেল ০৪ টার দিকে গোড়াই রঘুরায় এলাকার নিজ বাড়ী থেকে তাঁকে আটক করা হয়। সাইফুল ইসলাম ওই এলাকার মোন্নাফ আলী মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য বলে জানাগেছে।


পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!