দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার (১৪ মার্চ) মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হয়, তবে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।"
তিনি আরও বলেন, "দেশে ধর্ষণ ও সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যা বিগত সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতা। শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।"
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, আফজাল জোমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে তাগিদ দেন।
ইফতার ও দোয়া মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :