কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। শনিবার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাংগা বিওপি থেকে উক্ত স্থানে গমন করে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের ধরার চেষ্টা করেন। এ সময় পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৮,২৬,২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির হেফাজতে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :