ভোলায় প্রায় ২ লক্ষ ৮৯ হাজার ৫৭০ জন শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল, শনিবার (১৫ মার্চ) সারাদেশের ন্যায় ভোলাও এ কার্যক্রম চলছে।
এটি সফল করার জন্য ভোলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারই অংশ হিসেবে জেলায় ১৬৮৯টি টিকা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ও ২৮৩৫ জন টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয় এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সকল তথ্য দেন সিভিল সার্জন।
তিনি সাংবাদিকদের আরোও জানান, কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। বাস ষ্টেশন ও লঞ্চ টার্মিনাল গুলোতেও ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বেচ্ছা সেবকদের সমন্বয়ে ভ্রাম্যমান টিম গঠন করা হয়েছে। এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৩ হাজার ৯০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৬৭০ জন। মোট ২ লাখ ৯৪ হাজার ৭০০ জন কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র খোলা হবে ৯টি, অস্থায়ী কেন্দ্র ১৬৮০ টি, মোট ১৬৮৯টি। সঠিকভাবে এ ক্যাম্পেইন তদারকির জন্য জেলায় টিকা দানকারী কর্মীদের মধ্যে স্বাস্থ্য সহকারী ২৭১ জন, পরিবার পরিকল্পনা কর্মী ২২৭ জন, সি এইচ সিপি ২২১ জন, স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) ২২১৬ জন, মোট ২৮৩৫ জন দায়িত্ব পালন করবে। এছাড়াও তদারককারী হিসেবে দায়িত্ব পালন করবে ৯ জন এইচ আই, এ এইচ আই ৪২ জন, এফপি আই ৫৭ জন। এ বছর নীল ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে ৩২ হাজার ৫০০ টি, লাল ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে ২ লক্ষ ৬২ হাজার ২০০ টি।
ভোলা জেলা সিভিল সার্জন মু. মনিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম, ইনডিপেনডেন্ট টিভির ভোলা জেলা প্রতিনিধি এ্যাড. নজরুল হক অনু, কালবেলা ভোলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সময় টিভি ভোলা জেলা প্রতিনিধি নাছির লিটন, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক মিলন, চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, চ্যানেল ২৪ ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, দৈনিক খবরপত্র ভোলা জেলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত প্রমূখ।
ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা কার্যক্রম স্বতস্ফূর্তভাবে চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :