শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরুর শুরুর আহবান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এই ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন- বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী ও সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।
বক্তারা এক সপ্তাহের মধ্যে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। পাশাপাশি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :