AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নদীতে গোসল করতে নেমে নরসিংদীতে দুই কিশোরের মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
০৩:৫৭ পিএম, ১৫ মার্চ, ২০২৫
নদীতে গোসল করতে নেমে নরসিংদীতে দুই কিশোরের মৃত্যু

বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে নরসিংদীতে পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরল ইসলামের ছেলে।
 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেলে ৪ বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের কোন খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।


পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘন্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকালে পুণরায় উদ্ধার অভিযান চালিয়ে অপর কিশোর আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
 

একুশে সংবাদ////র.ন

Link copied!